বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত: তাপমাত্রা নামল ৯.৮° সেলসিয়াসে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪ ১০:২০:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। জেলা আবহাওয়া অফিস বলছে শিগগিরই নামবে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ।

 

গত তিনদিন মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব। সেই সাথে আছে দক্ষিণ থেকে নেমে আসা হিম শীতল ঠান্ডা বাতাস। সড়ক-মহাসড়কে যানবাহন চলচল তুলনামূলক কম।

 

ঘণ কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

 

আবহাওয়া অফিস বলছে, চলতি বছর আগেই শীত নেমে আসে এ জেলায়। এখন থেকে প্রতিনিয়ত তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আগামী আরও দু-একদিন এরকম থাকতে পারে। কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হবার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আরও কমবে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন