বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৫ই মে ২০২৫ ০৪:৩০:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডাকাতির প্রস্তুতিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আন্ত:জেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি রিভলবার, একটি পিস্তল, দেশীয় অস্ত্র, একটি ওয়াকিটকি, পুলিশের সাদৃশ্য পোশাক জব্দ করা হয়।

সোমবার (৫ই মে) ভোর সাড়ে ৫টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদরকে গ্রেপ্তার করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। তিনি জানান, এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল, একটি ওয়ানশুটাগান, দুই রাউন্ড গুলি, বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র, পুলিশের পোশাক, ৫০পিচ ইয়াবা ট্যাবলেট, ডাকাতি কাজে ব্যবহার হওয়া একটি মাইক্রোবাস, ওয়াকিটকি ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা ইবি থানার কন্দরপুদিয়া গ্রামের বাবর আলীর ছেলে রুবেল রানা (২৯), ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার আহাদনগর গ্রামের কাছেদ ওরফে কাশেমের ছেলে আজিজুর মন্ডল (৩৬), জোড়াপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা(২১), কাদিখালি রামচন্দ্র গ্রামের  কলম আলীর ছেলে সবুজ আলী মিঠু(৩০), কুষ্টিয়া জেলার ইবি থানার মধুপুরর উত্তরপাড়ার মৃত বদর উদ্দীন মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪০) এবং একই গ্রামের মহাসিন শেখের ছেলে মারুফ শেখ (২০)।

 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার লক্ষীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাক্রোবাসের ভিতরে থাকা ৬ ডাকাত সদস্য নিজেদেরকে প্রাথমিকভাবে ডিবি পুলিশ পরিচয় দেয়। তাদের পরিচয় সন্দেহজনক হলে পুলিশ ওই ৬ জনকে আটক করেন তারা।
  
তিনি জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও উল্লেখ করেন ওসি মাসুদুর রহমান।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন