চুয়াডাঙ্গায় একটানা ৮ দিন শৈত্যপ্রবাহের পর গত মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগে গতকাল বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া , দিনমজুর ও ছিন্নমূল মানুষ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। এতে শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন।
ডিবিসি/এফএইচআর