খেলাধুলা, ক্রিকেট

চূড়ান্ত হলো এশিয়া কাপের সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক

ডিবিসি নিউজ

বুধবার ১২ই জুলাই ২০২৩ ১১:১৮:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৩ এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এ বছরের এশিয়া কাপ হবে ৫০ ওভারের অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে। আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এ টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে অনুযায়ী, প্রথম ৪ ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায়।

ভারত-পাকিস্তান মহারণ হবে লঙ্কান স্টেডিয়াম ডাম্বুলায়। অন্যদিকে ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান। বাবর-আফ্রিদিদের দেশে বাকি ৩ ম্যাচে লড়বে আফগানিস্তান-বাংলাদেশ, শ্রীলঙ্কা-বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ’র বৈঠকে এ সূচি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ডারবানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক অধিবেশনে প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভার মাঝে এ বৈঠক হয়।

 

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন