কারান্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার দল। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে গণমাধ্যমের সাথে আলাপকালে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান জানান, ইমরান খানের চোখে সংক্রমণের খবর পাওয়া গেছে, যা সত্য হলে তা অত্যন্ত ভয়ের কারণ।
দলীয় সূত্র অনুযায়ী, ইমরান খানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এটি এমন একটি জটিল অবস্থা যেখানে চোখের রেটিনায় রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। পিটিআইয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, অবিলম্বে সঠিক চিকিৎসা না দেওয়া হলে ইমরান খানের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।
পিটিআই অভিযোগ করেছে যে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই রোগের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটার ও বিশেষায়িত সরঞ্জামের প্রয়োজন, যা কারাগারে অনুপস্থিত। তা সত্ত্বেও আদিয়ালা কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরেই চিকিৎসা চালানোর ব্যাপারে অনড়। প্রশাসনের এমন একগুঁয়ে মনোভাব ইমরান খানের দৃষ্টিশক্তি ও সামগ্রিক স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ফেলছে বলে দাবি করেছে দলটি।
এছাড়া, গত অক্টোবর মাসের পর থেকে ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে দেখা করতে না দেওয়ার বিষয়টিকে আদালতের নির্দেশ ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে পিটিআই। দলের পক্ষ থেকে অবিলম্বে তার পরিবার ও সহযোগীদের সাক্ষাতের সুযোগ এবং তাকে শওকত খানম মেমোরিয়াল হাসপাতাল বা অন্য কোনো মানসম্মত হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে। ইমরান খানের দৃষ্টিশক্তির কোনো ক্ষতি হলে এর দায়ভার সরকার ও কারা কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পিটিআই।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।
ডিবিসি/এফএইচআর