আন্তর্জাতিক, এশিয়া

চোখের পানিতে শেষ দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৯৭২ সালের পর প্রথমবারের মতো পান্ডাশূন্য হয়ে পড়ল জাপান। টোকিও ও বেইজিংয়ের মধ্যে চরম রাজনৈতিক উত্তেজনার জেরে জাপানের মাটি থেকে বিদায় নিলো সবশেষ দুটি জায়ান্ট পান্ডা।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) শাও শাও এবং লেই লেই নামের এই যমজ পান্ডা শাবক দুটিকে চীনে ফেরত পাঠানো হয়েছে।

 

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সতর্ক করে বলেন, তাইওয়ানে আক্রমণ হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করবে। এই বক্তব্যের পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে এবং বেইজিং পান্ডা শাবক দুটিকে ফেরত নেয়ার সিদ্ধান্ত নেয়। বিদায়বেলায় টোকিওর উয়েনো চিড়িয়াখানায় হাজারো মানুষ আবেগঘন পরিবেশে প্রিয় পান্ডাগুলোকে শেষ বিদায় জানান। 

 

পান্ডাগুলোকে একনজর দেখার জন্য প্রায় এক লাখ আট হাজার মানুষ আবেদন করলেও লটারির মাধ্যমে সুযোগ পান মাত্র ৪ হাজার ৪শ দর্শনার্থী। ১৯৭২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সদিচ্ছার প্রতীক হিসেবে চীন জাপানকে পান্ডা উপহার দিয়েছিল, যা ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত। ৫ দশক পর সেই অধ্যায়ে ছেদ পড়ল।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন