বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

চোখ রাখুন আকাশে! ৭ অক্টোবর আসছে বছরের প্রথম সুপারমুন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা অক্টোবর ২০২৫ ০৩:৩৫:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহাকাশপ্রেমীদের জন্য আসছে এক দারুণ সুযোগ। আগামী ৭ই অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যায় আকাশে দেখা যাবে ২০২৫ সালের প্রথম সুপারমুন। অক্টোবরের এই পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ বা ‘শিকারীর চাঁদ’ নামে পরিচিত।

বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে এটি উদিত হবে এবং চাঁদপ্রেমীরা এক চোখ ধাঁধানো দৃশ্যের সাক্ষী হবেন।

 

কেন একে ‘হান্টার্স মুন’ বলা হয়?

 

ঐতিহ্যগতভাবে, অক্টোবর মাস ছিল শীতের প্রস্তুতির জন্য শিকার করার উপযুক্ত সময়। ফসল তোলার পর মাঠগুলো পরিষ্কার থাকায় এবং পূর্ণিমার উজ্জ্বল আলোয় নিশাচর প্রাণীদের সহজে দেখা যেত। এই সময় উজ্জ্বল চাঁদের আলোয় শিকারিরা রাতেও ভালোভাবে শিকার করতে পারতেন, আর সেই প্রেক্ষাপট থেকেই এই পূর্ণিমার নামকরণ করা হয়েছে ‘হান্টার্স মুন’।

 

রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে। এ সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসায় স্বাভাবিকের চেয়ে এটিকে বেশ বড় এবং অনেক বেশি উজ্জ্বল দেখাবে।

 

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মেঘমুক্ত পরিষ্কার আকাশে খালি চোখেই এই সুপারমুন উপভোগ করা যাবে। শহরের দূষণ ও কোলাহল থেকে দূরে কোনো খোলা জায়গা থেকে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনাটি জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক দারুণ সুযোগ।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন