আসন্ন ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে থাকছেন না তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। সম্প্রতি ক্লাবের হয়ে খেলতে গিয়ে পাওয়া চোট এবং লেস্টার সিটির গুরুত্বপূর্ণ ম্যাচের কারণে তিনি এ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। তিনি বলেন, "নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। এছাড়া আগামী ১৩ই সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং তার সুস্থতা বিবেচনা করে হামজা সেপ্টেম্বর উইন্ডোতে খেলবেন না বলে তার এজেন্ট আমাদের জানিয়েছেন।"
এর আগে, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় থাকায় হামজাকে পাওয়ার জন্য বাফুফে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল। ফিফা নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ই সেপ্টেম্বরের ম্যাচের জন্য ৪ই সেপ্টেম্বর হামজার কাঠমান্ডুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল এবং সেভাবেই পরিকল্পনা সাজিয়েছিল ফেডারেশন। বাফুফে সভাপতি নিজেও হামজাকে খেলানোর জন্য চেষ্টা করেছিলেন।
তবে, ফিফার আইন পক্ষে থাকলেও লেস্টার সিটি এবং হামজার এজেন্টের সঙ্গে ভবিষ্যৎ সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে বাফুফে কিছুটা নমনীয় ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।
গত শুক্রবার (২৯শে আগস্ট) ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে চোট পান হামজা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও তার চোটের বিষয়ে লেস্টার সিটি বা ইংলিশ গণমাধ্যম বিস্তারিত কিছু জানায়নি এবং পরে হামজা নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের জয়ের উদযাপনের ছবি পোস্ট করেন।
উল্লেখ্য, ৬ই ও ৯ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল আগামীকাল বুধবার (৩রা সেপ্টেম্বর) কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে। গুরুত্বপূর্ণ এই সফরে লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডারের অনুপস্থিতি দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে।
ডিবিসি/এনএসএফ