বাংলাদেশ, অর্থনীতি

'চোরতন্ত্রের আমলারা বহাল তবিয়তে'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে মে ২০২৫ ০৮:০২:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আওয়ামী লীগ আমলে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। যেখানে জড়িত ছিলেন রাজনীতিক, ব্যবসায়ী ও আমলারা। এক সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন রাজনীতিকরা পালিয়েছেন আর আমলারা আছেন বহাল তবিয়তে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকবে বলেও জানান তিনি।

আসন্ন বাজেট, অন্তবর্তী সরকারের সংস্কারের নানা উদ্যোগ আর আওয়ামী লীগ শাসনামলে আর্থিক খাতের প্রকাশিত শ্বেতপত্র ইস্যুতে নীতি সংস্কার ও বাজেট নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আয়োজনে এই আলোচনা সভা। মূল উপস্থাপনায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগের সরকারের আর্থিক কাঠামোর উপর দাঁড়িয়ে আসছে নতুন বাজেট। তার মতে, অর্থনৈতিক সংস্কারে অন্তবর্তী সরকারের স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব আছে। এই সরকারের মধ্যমেয়াদী কোন পরিকল্পনা নেই বলেও মন্তব্য তার।

 

একই মঞ্চে অর্থনীতিবিদরা আসন্ন বাজেট নিয়ে দেন নানা পরামর্শ। আলোচনায় উঠে আসে পাচারকরা অর্থ ফেরতের বিষয়ও।

 

আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন, সরকারের নানা উদ্যোগ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে। তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক সংকট কাটবে না।

 

আলোচনা আসন্ন বাজেট নিয়ে হলেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়ম রক্ষার বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করেন।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন