বাংলাদেশ, জাতীয়

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই: ইসি সানাউল্লাহ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৪ই ডিসেম্বর ২০২৫ ০৯:৩৭:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে চলমান পরিস্থিতিতে চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে না দিলেও, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা কখনোই সফল হবে না এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

রবিবার (১৪ই ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সানাউল্লাহ। 

 

তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, যতই ষড়যন্ত্র হোক, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন