শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের মনিরামপুরের লিতুন জিরা। দুটি হাত কনুই পর্যন্ত না থাকলেও শুধু চোয়ালের সাহায্যে কলম ধরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে।
গত বৃহস্পতিবার (১০ই জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর লিতুন জিরার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
লিতুন জিরা মনিরামপুর উপজেলার সাতনলা খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির ছোট মেয়ে। সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। জন্ম থেকেই শারীরিক সীমাবদ্ধতা থাকলেও পড়াশোনার প্রতি তার ছিল অদম্য আগ্রহ। চোয়ালে কলম চেপে লেখার কঠিন অনুশীলনকে সে হার মানিয়েছে তার একাগ্রতা দিয়ে।
ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরা তার স্বপ্নের কথা জানাতে ভোলেনি। সে বলে, "আমি আরও ভালোভাবে লেখাপড়া করে একজন চিকিৎসক হতে চাই। মানুষের সেবা করাই আমার জীবনের লক্ষ্য।"
হাবিবুর রহমান ও জাহানারা বেগমের দুই সন্তানের মধ্যে লিতুন জিরা ছোট। তার বড় ভাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মেয়ের এমন সাফল্যে গর্বিত বাবা হাবিবুর রহমান বলেন, "আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেনি। তার এই অর্জনে আমরা সবাই গর্বিত।"
লিতুন জিরার এই সাফল্য প্রথম নয়। এর আগেও সে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং প্রাথমিকে বৃত্তিও পেয়েছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমেও সে সমান পারদর্শী। এসব ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে সে।
ডিবিসি/এএনটি