বিজ্ঞান ও প্রযুক্তি

ধন্যবাদ, প্লিজ বলাসহ ভদ্রতা রক্ষায় চ্যাটজিপিটির খরচ হচ্ছে কোটি কোটি ডলার

মাওয়া আরজু

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে এপ্রিল ২০২৫ ১১:১৯:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আপনি কী জানেন আপনার বলা প্রতিটি প্লিজ, ধন্যবাদ কিংবা যেকোনো নম্র বা বিনয় দেখাতে গিয়ে ওপেনএআই এর খরচ হচ্ছে কোটি কোটি ডলার! হ্যাঁ, এমনই বিশ্বয়কর তথ্য দিয়েছেন ওপেনএআই এর কর্ণধার স্যাম অল্টম্যান। তিনি বলেন, যেসব ব্যবহারকারী চ্যাটজিপিটির সাথে নম্রভাবে কথা বলে তাদের জন্য অতিরিক্ত বৈদ্যুতিক বিল যুক্ত হয়, প্রতিটি বাড়তি উত্তরের জন্য কোটি কোটি ডলারের পাওয়ার ব্যবহার করতে হয়।

খবর নিউইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, আমরা চ্যাটজিপিটির কাছ থেকে প্রতিবার যে নম্র বা বিনয়ের সাথে উত্তর পাই তা তৈরি করতে চ্যাটজিপিটির অনেক বেশি শক্তির প্রয়োজন পড়ে। ভদ্র ব্যবহারকারীদের অতিরিক্ত বার্তাগুলো চালাতে যে বিদ্যুৎ দরকার হয়, তার খরচ 'কয়েক কোটি ডলার'।

 

আপনার প্রতিটি বন্ধুসুলভ উত্তর আসে বড় বড় ডেটা সেন্টার থেকে। এসব ডেটাসেন্টার পরিচালনা করতে কম্পিউটার কোডিং ও মেশিনগুলো ঠান্ডা রাখার  জন্য প্রচুর বিদ্যুৎ ব্যবহার করতে হয়। এতে বেশ খরচও হয়ে থাকে।

 

তবে অল্টম্যান মনে করেন, এটাই তাদের সার্থকতা। মানুষের মতো স্বাভাবিক কথোপকথনই এআই এর আসল মূল্য বাড়িয়ে দেয়। যদি এর জন্য বাড়তি বিল গুণতে হয় তাদের তাতেও সমস্যা নেই। তাই নির্ভয়ে ভদ্র থাকুন। অল্টম্যানের কথায়, এই "কয়েক কোটি ডলার অতিরিক্ত খরচও মূল্যবান"।

 

ডিবিসি/মাওয়া

আরও পড়ুন