ক্রিকেট

চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব পুরো দলের: শান্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত প্রচেষ্টাই রাজশাহীকে শিরোপা এনে দিয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি জয়ের সবটুকু কৃতিত্ব সতীর্থ এবং সংশ্লিষ্ট সবাইকে দিয়েছেন। তার মতে, পুরো টুর্নামেন্টে ঐক্যবদ্ধ হয়ে খেলাই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

দলের কোচ হান্নান সরকারও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান, টিম ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কারণে ক্রিকেটাররা মাঠে কোনো চাপ ছাড়াই স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন। পুরো আসরজুড়ে খেলোয়াড়দের নির্ভার রাখতে পারাটাই কোচিং স্টাফদের বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন