খেলাধুলা, ফুটবল

চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে আজ লড়বে হামজার শেফিল্ড ইউনাইটেড

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে মে ২০২৫ ০১:০৭:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল আগামী মৌসুমে পাবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার সুযোগ।

শেফিল্ড ২০২৩–২৪ মৌসুমেও প্রিমিয়ার লিগে খেলেছে, তবে টিকে থাকতে পারেনি। অন্যদিকে তাদের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড ২০১৭ সালে অবনমিত হওয়ার পর এখনো প্রিমিয়ার লিগে ফিরতে পারেনি। দুই ক্লাবের সামনে প্রিমিয়ার লিগে ফেরার পাশাপাশি বড় অঙ্কের অর্থ হাতছানি দিচ্ছে এই ম্যাচকে ঘিরে। ম্যাচে জেতা জয়ী দল পাবে মোটা অংকের অর্থ। 

 

এদিকে, হামজা চৌধুরী মৌসুম শেষে লেস্টারে ফিরে যাবেন, নাকি শেফিল্ড তাঁকে কিনে নেবে, সেটা আপাতত অজানা। তবে শেফিল্ডের হয়ে মৌসুমের সবচেয়ে দামি ম্যাচটাই খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা।

 
ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন