বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কার্যালয় থেকে যুবলীগ নেতা আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের কার্যালয় থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩শে এপ্রিল) নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকার ছাত্রদল নেতার কার্যালয় থেকে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। আটক জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ধামগড় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুজাহিদুল ইসলাম। এ বিষয় নিয়ে তিনি আরও বলেন, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ছাত্রদলের সভাপতি আল আমিনের কার্যালয়ের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেছি। খুব শিগগিরই তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

 

এদিকে নিজের কার্যালয় থেকে আটকের বিষয়টি অস্বীকার করে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন বলেন, আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বর্তমানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। আমার বিরোধী পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন