বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

ছাত্রদেরকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ ১২:৫৪:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছাত্র শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অভিযুক্ত অধ্যাপককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে ফ্রেমকৃত চার্জ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এই কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে।

 

কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্ত অধ্যাপকের একজন প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)-কে কমিটির সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

তদন্ত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন সিন্ডিকেটে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন