রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।
শুক্রবার (১২ই ডিসেম্বর) দুপুরে হাদির ওপর এই হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
এই ঘটনাকে কেন্দ্র করে পল্টন এলাকাসহ রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গুলির ঘটনায় বিস্তারিত তথ্য এবং হামলাকারীর পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডিবিসি/এসএফএল