অপরাধ, রাজধানী

ছাত্র-জনতার ওপর হামলা: মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৭:৫৫:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯শে নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন (৩৮), সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), সহসভাপতি নাজমা আক্তার (৩০), সহসাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪) ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩)।


পল্লবী থানা সূত্র জানায়, গত ৪ই আগস্ট মিরপুর-১০–এ সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র–জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন মো. আবিদ। এ সময় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। হামলায় ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হন আবিদ। পরে তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

ওই ঘটনায় আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা হয়। তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন