বাংলাদেশ, জাতীয়

ছাত্র-জনতার রক্তে কেনা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি বিশ্ব গণমাধ্যমে

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৭:২৮:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির খবর গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিবিসি, রয়টার্স এবং আল-জাজিরার মতো সংবাদমাধ্যমগুলো গত বছরের রক্তক্ষয়ী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (৫ই আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার পতনের এক বছর পর বাংলাদেশ আশা ও অচলাবস্থার মধ্যে ডুবে গেছে। এতে উল্লেখ করা হয়, আন্দোলনের মাধ্যমে অর্জিত প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি এবং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুত সংস্কার না হওয়ায় দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে।


অন্যদিকে বিবিসি নিউজ এবং বিবিসি বাংলা একাধিক প্রতিবেদনে গত বছরের ঘটনাক্রম তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে সরকার ঘোষিত কারফিউ উপেক্ষা করে ছাত্র-জনতার 'মার্চ টু ঢাকা' কর্মসূচি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার চিত্র উঠে এসেছে। এছাড়া কোন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন, সেই প্রক্রিয়া নিয়েও প্রতিবেদন করেছে বিবিসি।


বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, শেখ হাসিনার দেশত্যাগের দিনটি উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে।


সামগ্রিকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এক বছর আগের ঐতিহাসিক পালাবদলের খবরের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার বিষয়টিও তুলে ধরেছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন