খেলাধুলা, ক্রিকেট

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ, ডাক পেলেন খালেদ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে মে ২০২৫ ০৮:২১:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে আসন্ন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি পেসার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

রবিবার (২৫শে মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পান ফিজ। তবে চোট পেলেও নিজের কোটার বাকি দুই ওভার পূরণ করেন তিনি। ম্যাচ চলাকালীন চোট গুরুতর মনে না হলেও পরে তার বাম হাতের আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়ে।

 

বিসিবির পাঠানো বিবৃতিতে জতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, ইনজুরির কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মোস্তাফিজকে। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

 

এদিকে তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ভালো বোলিং করেন তিনি। যার পুরস্কার স্বরুপ দলে ডাক পেলেন তিনি। ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলা খালেদের এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন