বাংলাদেশ, রাজধানী

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই এপ্রিল ২০২৫ ১১:১৭:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার বায়ুদূষণ যেন কমছেই না। বৈশাখের ঝড়-বৃষ্টিও ঢাকার বায়ুমানের তেমন উন্নতি ঘটাতে পারছে না। আজ শুক্রবার (১৮ই এপ্রিল) ছুটির দিনেও ঢাকা রয়েছে বায়ুদূষণের শীর্ষ পাঁচে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের রেকর্ড অনুযায়ী আজ (শুক্রবার) সকাল সাড়ে দশটার দিকে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকার ১৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। ২৬৭ পয়েন্ট নিয়ে বায়ুদূষণে প্রথম সেনেগালের ডাকার। এছাড়া ১৬১ পয়েন্ট নিয়ে ভারতের রাজধানী দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে, ১৬০ নিয়ে ভিয়েতনামের হ্যানয় তৃতীয়, পাকিস্তানের লাহোর ১৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম।

 

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা ‘সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর’। একিউআই মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে সেই বাতাস 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ এর বেশি হলে তা 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়।

 

ডিবিসি/মাওয়া

আরও পড়ুন