নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন, তাই ছুটির দিনে সকাল থেকেই প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ নির্বাচনি জনসংযোগের নবম দিনে অলি-গলি চষে বেড়াচ্ছেন তাঁরা, যার ফলে ভোটের মাঠ এখন পুরোপুরি জমজমাট।
নির্বাচনি প্রচার ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তাপ বাড়ছে। খুলনায় বিভিন্ন বাজারে সকাল থেকেই গণসংযোগ করেছেন খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি প্রতীকে এবং একই আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম হাটবাজার ও গ্রামগঞ্জে লিফলেট বিতরণ ও মাইকিং করেছেন।
এদিকে চাঁদপুর-২ আসনে মতলব পৌরসভা এলাকা থেকে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শুরু করেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকি।
এছাড়া সিরাজগঞ্জেও প্রচার এখন তুঙ্গে। সেখানে সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নুরুন নবী উঠান বৈঠক করার পাশাপাশি হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
ডিবিসি/এনএসএফ