অভিযুক্ত ছেলেকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটকের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাহজাহান হাওলাদার সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এবং গত ৩০ বছর ধরে ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারের একটি মুদি দোকান থেকে তাকে আটক করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাজারের একাধিক ব্যবসায়ীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মুদি ব্যবসায়ী শামীম হাওলাদারের দোকানে বসেছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশ শামীমকে গ্রেফতার করতে সেখানে অভিযান চালায়। শামীমকে না পেয়ে পুলিশ তার বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে যায়।
আটককৃত ব্যবসায়ীর অপর ছেলে ফয়সাল হাওলাদার দাবি করেন, "আমার বাবা দীর্ঘদিনের ব্যবসায়ী, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন। আমার ভাই শামীম যুবলীগের সমর্থক হলেও তার কোনো পদ-পদবি নেই, এমনকি কোনো মামলাও নেই। অথচ ভাইকে না পেয়ে অন্যায়ভাবে আমার বৃদ্ধ বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে।"
তবে অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, তাদের বিরুদ্ধে মারামারির ঘটনায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। সেই মামলায় বাবা ও ছেলে দুজনকেই পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল। একজনকে পাওয়ায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ব্যবসায়ীদের ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, দোকানপাট বন্ধ রাখা তাদের ব্যক্তিগত ব্যাপার। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/কেএলডি