বাংলাদেশ, শিক্ষা

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

ডিবিসি ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৫ই নভেম্বর ২০২৫ ১০:২২:০৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার (৫ই নভেম্বর) ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৪ই নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

 

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে এবং নির্বাচনের আচরণবিধিও আমরা চূড়ান্তভাবে প্রকাশ করব। আমরা তফসিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আজ আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।

 

এর আগে, ৩০ই অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। এরপর রবিবার আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিশন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন