জেলার সংবাদ

নব্য জেএমবির এক সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি ২০২১ ১১:১১:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত কামরুজ্জামান (৪২) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরতলীর বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যাগে তল্লাশি করে নগদ ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, সৌদি আরব ও মালয়েশিয়ার বেশ কিছু মুদ্রা এবং কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, 'গ্রেপ্তারকৃত কামরুজ্জামান নব্য জেএমবি’র বাইতুলমাল বিভাগের দায়িত্বরত সদস্য। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম, অর্থ সংগ্রহ ও নব্য জেএমবিকে সংগঠিত করার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন