জনগণের অধিকার প্রয়োগের জন্য যতদ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির ৩১ দফা সংস্কারের ধারাবাহিকতার অংশ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সংস্কারেরই দল।
বুধবার (১৪ই মে) মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন। সভায় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/অমিত