বাংলাদেশ, রাজনীতি

জনগণ এবার ‘ভোট ডাকাতি’ হতে দেবে না: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের দিন কেন্দ্রে ষড়যন্ত্র হওয়ার আশঙ্কা প্রকাশ করে নেতাকর্মীদের আবারও সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মধ্যরাতে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

 

ভোর থেকেই কেন্দ্র পাহারার নির্দেশ রাত ১২টায় মঞ্চে উঠে তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে হবে। কখন যাবেন? ফজর নামাজ পড়ে নয়, যার যার ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে।”

 

তিনি সতর্ক করে বলেন, কেউ যেন ষড়যন্ত্র করে আগেভাগে কেন্দ্রের ভেতরে ঢুকে বসে থাকতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

 

২০২৪ সালের গণআন্দোলনে গাজীপুরের মানুষের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, “গাজীপুরের মানুষ প্রমাণ করে দেখিয়েছে ২০২৪ সালের আন্দোলনের সময় এখান থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরে গিয়েছিল। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা রক্ষায় গাজীপুরের মানুষের বিরাট অবদান আছে। এই অবদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।”

 

জনগণকে তাদের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন