জনগণ ভ্যাট দেয় কিন্তু ব্যবসায়ীরা সরকারি কোষাগারে জমা দেন না বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি জানান, এসব ব্যবসায়ীদের ধরতে তদারকি জোরদার করেছে এনবিআর।
সোমবার (৪ঠা আগস্ট) রাজস্ব ভবনে চলতি অর্থবছরের রাজস্ব বোর্ডের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক সেমিনারে ওই মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেন, কর প্রত্যাহারের পরও বাজারে পণ্যের দাম কমছে না। বাণিজ্য মন্ত্রণালয় এবং সাংবাদিকদের এ বিষয়ে নজরদারি জোরদার করা উচিত। তামাক শিল্পে রাজস্ব ফাঁকি দেয়ার প্রবণতা বেশি বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও জোর দেন আইন প্রয়োগের ওপর। এসময় তিনি আরও বলেন, ঢালাওভাবে সরকারের নেতিবাচক দিক খুঁজে বের করার প্রবণতা দুঃখজনক।
ডিবিসি/কেএলডি