দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ঘোষিত র্যালির কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জনদুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। র্যালির পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি মজা পুকুর, খাল ও নালা পরিষ্কারের মতো জনসম্পৃক্ত কর্মসূচি পালন করবে।
সোমবার (১লা সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, 'দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) ঢাকায় র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।'
রিজভী আরও জানান, 'র্যালির পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মজা পুকুর, খাল ও নালা পরিষ্কার করার কর্মসূচি পালন করা হবে।'
ডিবিসি/এমইউএ