যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা একটি তেলের ট্যাঙ্কার ভেনিজুয়েলার কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। হস্তান্তর করা এই ট্যাঙ্কারটির নাম ‘এম/টি সোফিয়া’, যা পানামার পতাকাবাহী একটি সুপারট্যাঙ্কার।
গত ৭ জানুয়ারি মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বাহিনী সমুদ্র থেকে এই বিশাল ট্যাঙ্কারটি জব্দ করেছিল। সে সময় ট্রাম্প প্রশাসন দাবি করেছিল , আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনকারী এই জাহাজটি একটি ‘রাষ্ট্রহীন ও কালো তালিকাভুক্ত’ ট্যাঙ্কার।
তবে জাহাজটিতে থাকা তেলসহ এটি ফেরত দেওয়া হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গত বছরের শেষভাগ থেকে ভেনিজুয়েলার সঙ্গে যুক্ত তেলের ট্যাঙ্কার জব্দের যে অভিযান যুক্তরাষ্ট্র শুরু করেছে, এটি ছিল তার সপ্তম ঘটনা।
ডিবিসি/এমইউএ