বিবিধ

জমকালো আয়োজনে উদযাপিত হলো ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভাল’

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ডিসেম্বর ২০২৫ ০৪:৩৪:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে প্রথমবারের মতো ‘অথেনটিক বিউটি’ বা প্রকৃত সৌন্দর্যকে উদযাপন করতে অনুষ্ঠিত হয়েছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভাল ২০২৫’। জমকালো এই বিশেষ সন্ধ্যায় দেশের ১৫০ জনেরও বেশি নামকরা কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন।

গত ১২ ডিসেম্বর, রাজধানী ঢাকার ‘দ্য বাবলস’-এ আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, রূপচর্চাকে শুধু চোখে দেখা নয়, বরং অনুভব করা। এই ভাবনাকে কেন্দ্র করেই হারল্যান আয়োজন করে ‘অথেনটিক বিউটি কার্নিভাল’। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের জন্য উন্মুক্ত করা হয় ‘হারল্যান অথেনটিক বিউটি এক্সপেরিয়েন্স জোন’। রক বিটসের তালে তালে অতিথিরা ঘুরে দেখেন বিভিন্ন স্টল এবং সরাসরি ব্যবহার করেন স্কিনকেয়ার ও কসমেটিকস পণ্য, যা এই কার্নিভালের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারল্যান-এর চিফ অপারেটিং অফিসার তাসনিম হোসেন। তিনি বলেন, “হারল্যান বিশ্বাস করে স্বচ্ছতায়। বাজারে নকল ও ভেজাল স্কিনকেয়ার এবং কালার কসমেটিকস পণ্যের ভিড়ে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের প্রতিটি পণ্য শতভাগ অথেনটিক ও নিরাপদ। আমাদের মূল লক্ষ্য, নকল ও অস্বচ্ছতার বিপরীতে অথেনটিসিটিকে প্রতিষ্ঠিত করা। এই আস্থা থেকেই আমরা গ্রাহকদের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চাই।”

 

যেসব ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর শুরু থেকে হারল্যানের পাশে ছিলেন, অনুষ্ঠানের শেষভাগে তাঁদের সম্মাননা প্রদান করা হয়। ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে সাদিয়া সুচিতা ও হামজা খান শায়ান, ইনফ্লুয়েন্সিয়াল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইশরাত জাহীন ও আনিসুল ইসলাম ববি এবং হারমোনিয়াস লাইভ আর্টিস্ট হিসেবে আফসারা রহমান ও ফারিহা লরিনকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানায় হারল্যান কর্তৃপক্ষ। এ ছাড়াও বিশেষ সম্মাননা প্রদান করা হয় জনপ্রিয় লাইভ আর্টিস্ট বারিশা হককে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আমিন হান্নান, যার হাস্যরসাত্মক পরিবেশনা পুরো অনুষ্ঠানজুড়ে আনন্দের ঢেউ তোলে। অনুষ্ঠানের শেষাংশে হারল্যান তাদের ফুড অ্যান্ড ভেন্যু পার্টনার ‘দ্য বাবলস’-কে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। এরপর শুরু হয় এক জমকালো ডিজে পার্টি, যার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পর্দা নামে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভাল’-এর।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন