বিবিধ

জমকালো আয়োজনে এনবিএর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুলাই ২০২৫ ০৭:৪৯:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ই জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এনবিএ প্রেসিডেন্ট ডা. সাকলায়েন রাসেলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমীন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল। এছাড়াও, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিনিধি তাওহীদ হাওলাদার, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজফ্ফর উদ্দিন সিদ্দিক এবং এনবিএ-এর প্রধান উপদেষ্টা জাভেদ কারদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সংবাদ উপস্থাপকরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন এনবিএ-এর সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। তিনি গত এক বছরের আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় সংগঠনের সদস্য ও উপদেষ্টারা এনবিএ-কে আরও এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। কণ্ঠভোটে সংগঠনের গঠনতন্ত্রের কিছু ধারার সংযোজন ও বিয়োজন সর্বসম্মতিক্রমে পাস হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এনবিএ পরিবারের সদস্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।

 

এনবিএ-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫-এর পৃষ্ঠপোষকতায় ছিল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল, এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিংক, কালারস ডায়েরি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন