কুমিল্লার সদর দক্ষিণে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনেই জমজ ভাই।
শনিবার (৫ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাসান (৮) এবং হোসাইন (৮)। তারা মুরাদনগর উপজেলার কবির হোসেনের ছেলে। বছর খানেক আগে সদর দক্ষিণ এলাকায় জমি কিনে বাড়ি করে তাদের পরিবার বসবাস শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দুই ভাই একসাথে গোসল করতে পুকুরে নামেন। অনেকক্ষন খোঁজাখুঁজি করে না পেয়ে মায়ের সন্দেহ হয়। পরে পুকুর পাড়ে দুই ছেলের জুতা পড়ে থাকতে দেখেন মা। এর কিছু সময় পর দুই ছেলের মরদেহ ভেসে উঠে। তাদের পাশ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ডিবিসি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ডিবিসি/কেএমএল