বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে পেটালেন সন্তানরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে এপ্রিল ২০২৫ ১২:৪৮:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জে বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ৩ সন্তানের বিরুদ্ধে। রবিবার (২৭শে এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃদ্ধ আব্দুর রহিম (৭০) গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ আব্দুর রহিমের দুই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার তাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করছেন বাবাকে। ঘটনাটি দেখে ভিডিও ধারণ করছেন প্রতিবেশীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।


স্থানীয় বাসিন্দারা জানায়, আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিম প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করার পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ শুরু হয়। সম্প্রতি আব্দুর রহিম তাদের বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। এ নিয়ে ছেলে মেয়েদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। রবিবার দুপুরে বৃদ্ধ বাবাকে বাড়ির বিক্রির কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার বাড়ির সামনে পিটিয়ে আহত করেন। এ সময় আহত আব্দুর রহিমের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তার ছেলে-মেয়েরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।


পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, তাদের গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকাবাসী হিসেবে আমরা লজ্জিত। ওদের বিচার হওয়া উচিৎ।


অভিযুক্ত ছেলে জহিরুল ইসলাম জানান, তাদের বাড়ি বাবা বিক্রি করে দিতে চান। এ বাড়ি বিক্রি করে দিলে তাদের বসবাসের কোন স্থান থাকবে না। বাড়িটি বিক্রি না করার জন্য তার বাবাকে অনুরোধ করেন। অনুরোধ না শোনার কারণে রাগের বশে এমন ঘটনা ঘটিয়েছেন। এভাবে মারধরের জন্য তারা অনুতপ্ত।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন