শিক্ষা

জমে উঠেছে ডাকসু নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্যানেল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে আগস্ট ২০২৫ ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পাঁচটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের প্যানেল চূড়ান্ত হওয়ায় ক্যাম্পাসে এখন নির্বাচনি আমেজ তৈরি হচ্ছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, এখনও আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়নি। আগামী ২৫শে আগস্টের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ২৬শে আগস্ট বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ই সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারিত হয়েছে, যার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

 

ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছে ৫০৯টি। সেই হিসাবে ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন