উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামছে আর্সেনাল, পিএসজি এবং জুভেন্টাসের মতো বড় ক্লাবগুলো। আর্সেনাল লড়বে ক্লাব ব্রুগার বিপক্ষে, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও এবং জুভেন্টাস মুখোমুখি হবে সাইপ্রাসের ক্লাব পাফোসের।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে অপরাজিত তারা, পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষেও অবস্থান করছে গানার্সরা।
মিকেল আর্তেতার শিষ্যরা আজ ক্লাব ব্রুগার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। শেষ ৫ ম্যাচের মধ্যে ব্রুগা ২টিতে জয় পেলেও আর্সেনাল সতর্ক থাকবে প্রতিপক্ষের মাঠে খেলার কারণে।
অন্যদিকে, ইউসিএলের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও আজ মাঠে নামছে। লুই এনরিকের শিষ্যরা এ পর্যন্ত ৫ ম্যাচে ৪টিতেই জয় তুলে নিয়েছে, তবে একটিতে হারের স্বাদও পেয়েছে। তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও একেবারেই ফর্মে নেই, চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে লা লিগার ক্লাবটি। তাই সহজ প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে চায় পিএসজি। এছাড়া জুভেন্টাসও সহজ প্রতিপক্ষ পাফোসের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
ডিবিসি/এএমটি