বিপিএলের ১২তম আসর শুরুর আগেই জমে উঠেছে কথার লড়াই। আগামী ২৬শে ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।
চায়ের দেশের দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, নিজেদের মাঠে জয় দিয়ে আসর শুরু করতে চান তারা। পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন এবং অভিজ্ঞ মুমিনুল হকের সাথে অ্যারোন জোন্স, মঈন আলী ও মোহাম্মদ আমিরের মতো বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে সিলেট।
অন্যদিকে, প্রস্তুতিতে সবার আগে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। দলটির উইকেটকিপার ব্যাটার আকবর আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে সম্মান জানাতে পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে স্মরণ করবে রাজশাহী। তারকায় ঠাসা সিলেটকে তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে শুভ সূচনা করতে চায় রাজশাহী।
এখন কেবল মাঠের লড়াইয়ে কে শেষ হাসি হাসে, তা দেখার অপেক্ষা।
ডিবিসি/ এইচএপি