বাংলাদেশ, জেলার সংবাদ

জলমগ্ন সিলেট: পশু কিনেও কোরবানি দিতে পারেনি অনেকে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই জুন ২০২৪ ১১:৫০:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। ঈদের দিন ভোররাতে আকস্মিকভাবে সৃষ্ট এই বন্যায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষজন। বাসা বাড়িতে পানি প্রবেশ করার পাশাপাশি অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন কোরবানির জন্য ক্রয় করা পশু নিয়ে।

ঘরবাড়ি ও রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর পানি থাকায় অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারেননি। সেই সঙ্গে কুরবানির পশুকে বন্যার পানি থেকে রক্ষা করতে দিশেহারা হয়ে পড়েন অনেকেই।

সোমবার (১৭ জুন) ভোররাতে সিলেটের বেশ কয়েকটি এলাকায় প্লাবিত হওয়ার পর অনেকেই ঈদের নামাজ ও কোরবানি দিতে পারেননি।

সিলেট নগরের মিরাবাজার এলাকার এক বাসিন্দা জানান, তার এলাকার রাস্তায় সকালে হাঁটু পর্যন্ত পানি ছিল। বাসাবাড়িতেও পানি ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি ঈদের নামাজ পড়তে পারিনি।

সিলেট লালাদিঘির পাড় এলাকার আরেক বাসিন্দা জানান, তার বাড়ির ঊঠানে ও ঘরে পানি। তিনি কোরবানির জন্য পশু কিনেছে। আজ সকালের যে অবস্থা ছিল তাতে কোরবানিও দিতে পারিনি।

ডিবিসি/এনএম

আরও পড়ুন