টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা এবং পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সদ্য সমাপ্ত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর তিনি মনে করেন, মাঠের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে ক্রিকেটাররা এবং আসন্ন বিশ্বকাপের আগে এই সমস্যার সমাধান ক্রিকেটারদেরই খুঁজে বের করতে হবে।
টানা চার ওয়ানডে সিরিজ হারের পর উইন্ডিজের বিপক্ষে জয় এলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
সাবেক এই নির্বাচক উল্লেখ করেন, ১৪৯ রানের মতো মামুলি টার্গেট তাড়া করতে গিয়েও লিটন দাসরা যেভাবে খাবি খেয়েছেন, তা হতাশাজনক। বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হচ্ছে।
নান্নু বিশেষভাবে জাকের আলী অনিকের সাম্প্রতিক ফর্মের সমালোচনা করেন, যার শেষ আট ম্যাচে গড় রান দশের নিচে।
তিনি পরামর্শ দেন, সদ্য সমাপ্ত রাইজিং স্টার এশিয়া কাপে ভালো খেলা মাহিদুল অঙ্কনের মতো নতুনদের আয়ারল্যান্ডের বিপক্ষে বাজিয়ে দেখা উচিত ছিল। বিশ্বকাপের আগে আর কোনো টি-টোয়েন্টি সিরিজ না থাকায় এই সিরিজটিকেই পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহারের তাগিদ দেন তিনি।
ডিবিসি/এসএফএল