বিজ্ঞান ও প্রযুক্তি

জাতিক'এ নতুন প্রযুক্তি নেতৃত্বে রাব্বিল হাসান

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

সোমবার ৫ই মে ২০২৫ ০৩:৫৩:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উদ্ভাবনী প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জাতিক এর নতুন চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাব্বিল হাসান। তার এ নিয়োগ সোমবার (৫ই মে) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রাব্বিল হাসান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টিম ম্যানেজমেন্ট এবং আইটি ট্রেইনিং-এ এক দশকের কাছাকাছি সময় ধরে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। জাতিক-এ যোগদানের আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-তে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

তার ক্যারিয়ারে রয়েছে আরও একাধিক উল্লেখযোগ্য দায়িত্ব পালন। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়-এর অধীনে প্রোগ্রামিং প্রশিক্ষক, সিবিএ আইটি এবং স্টেপআপ আইটি-তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওস্তাদ লিমিটেড-এ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার এবং ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন।

 

নতুন ভূমিকায় তিনি জাতিক-এর প্রযুক্তিগত রোডম্যাপ তৈরি, উদ্ভাবন চালিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠানটির টেকনোলজি অবকাঠামোর স্কেলেবিলিটি ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করবেন। এই পদক্ষেপ জাতিক-এর ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

 

এ বিষয়ে রাব্বিল হাসান বলেন, এই সময়টাতে জাতিক-এর মতো একটি উদ্যমী টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের এসএমই খাতের জন্য একটি সংযুক্ত ও কার্যকর সেবা ইকোসিস্টেম গড়ে তোলা। আমি জাতিক-এর পরবর্তী ধাপে অবদান রাখার অপেক্ষায় আছি।

 

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেছেন এবং দেশের প্রযুক্তি খাতের মানবসম্পদ উন্নয়নে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। জাতিক আশা করছে, নতুন সিটিও-র নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগতভাবে আরও গতিশীল, উদ্ভাবনী এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন