বাংলাদেশ, জাতীয়

জাতিসংঘের তত্ত্বাবধানে বিগত ১৫ বছরের সাংবাদিকতা তদন্তের ঘোষণা প্রেস সচিবের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৫ই জুলাই ২০২৫ ০২:১৯:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিগত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতার পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (৫ই জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) এক পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

শফিকুল আলম তার বক্তব্যে উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে স্বাধীন সাংবাদিকতাকে সমুন্নত রাখার জন্য সচেষ্ট রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

 

তিনি আরও বলেন, গণমাধ্যমকে যেকোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত রাখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার বিষয়েও আলোকপাত করেন।

 

সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) সম্প্রচার মাধ্যমের জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবি জানায়। এছাড়াও, সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি পৃথক বেতন কাঠামো প্রণয়নের দাবিও উত্থাপন করে সংগঠনটি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস অতিক্রান্ত হলেও এর বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় প্রশ্ন তুলেছে বিজেসি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন