জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকট নিরসন ও দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে আজ ঢাকা ছাড়বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আগামী ২৮ ও ২৯শে জুলাই অনুষ্ঠিতব্য এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে আয়োজন করেছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে জানান, উপদেষ্টা হোসেন সম্মেলনে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং টেকসই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রশ্নে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্মেলনে বাংলাদেশ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, এবং নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনাগুলোর প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির লক্ষ্যে একটি বিশ্বাসযোগ্য ও সময়সীমা নির্ধারিত রোডম্যাপের পক্ষে মত তুলে ধরবে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছে এবং ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণার পরপরই প্রথম দিকের স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর অন্যতম ছিল।
ডিবিসি/এমইউএ