জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গতকাল বুধবার (২রা জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার পর থেকে দুর্জয় আত্মগোপনে ছিলেন। ঢাকার লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে প্রথমবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
অতিরিক্ত এসপি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, দুর্জয়কে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তবে তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
ডিবিসি/আরএসএল