বিনোদন, ঢালিউড

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সুড়ঙ্গ’ সিনেমার জয়জয়কার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেখানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ঘোষিত এই তালিকায় সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’। সাঁতাও-এর নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালকের পুরস্কারও অর্জন করেছেন।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রকাশিত ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর তালিকায় আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি সর্বোচ্চ আটটি পুরস্কার বাগিয়ে নিয়েছে। 

 

এছাড়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি গানের জন্য তিনটি পুরস্কার জিতেছে। এবারের আয়োজনে চলচ্চিত্রাঙ্গনে বিশেষ অবদানের জন্য মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন