জেলার সংবাদ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সিরাজগঞ্জ শহরের স্টেডিয়াম রোডের তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মো. রাহিমুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনস্থ পৌর মুক্তমঞ্চে ‘সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ মো. রাহিমুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

 

এ সময় তিনি জানান, সিরাজগঞ্জের জন্য যারা সম্মান বয়ে আনবে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স সবসময় তাদের পাশে থাকবে। হাফেজ মো. রাহিমুল ইসলামের এই সংবর্ধনা দেখে ভবিষ্যতে সবাই ভালো কাজে উৎসাহিত হবে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, পরিচালক হাজী জুড়ান আলী, তানভীর মাহমুদ পলাশ, শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবসায়ীগণ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন