বাংলাদেশ, রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ফের বৈঠকে বসছে বিএনপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২০শে এপ্রিল ২০২৫ ১০:০২:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ আবারো বৈঠকে বসছে বিএনপি। আজ (২০শে এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিবেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে কমিশনের কাছে দেয়া আগের লিখিত প্রস্তাবগুলোতে অনঢ় ছিল বিএনপি।  

 

সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশে জোরালো আপত্তি জানায় দলটি।  গত ফেব্রুয়ারি থেকে ছয়টি সংস্কার কমিশনের ১৬৬ টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করছেন জাতীয় ঐকমত্য কমিশন।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন