ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ঘোষিত বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডের সদস্য মোহাম্মদ ইব্রাহিম করোনা পজেটিভ।
উপসর্গহীন এই উইঙ্গারকে হোটেলে আইসলোশনে রাখা হয়েছে। পুরো স্কোয়াডের কোভিড টেস্টের ফলাফলে বাকিরা নেগেটিভ বলে জানিয়েছে বাফুফে।
ঈদের ছুটির পর গেলো সোমবার থেকে মাঠের অনুশীলন শুরু করে জামাল ভুইয়ারা। কোভিড টেস্ট দিয়েই শুরু করেছিলেন প্র্যাক্টিস, মাঝে দুইদিনের অনুশীলন শেষে ইব্রাহিমের জন্য করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ।
৩০শে মে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। আরেক দফা কোভিড টেস্টে নেগেটিভ আসলে কপাল খুলতে পারে বসুন্ধরার এই উইঙ্গারের।