বাংলাদেশ, রাজনীতি

জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেরতলা মাঠে আয়োজিত এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এই জনসভার আয়োজন করে।

 

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচনকে ঘিরে দেশে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতি কাজ করছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী দাবি-দাওয়া নির্বাচনকে আরও অনিশ্চিত করে তুলছে। কখনো বলা হচ্ছে পিআর ব্যবস্থা না হলে নির্বাচন হবে না, কখনো বলা হচ্ছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, আবার কেউ বলছে ১৪ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচনে যাবে না। ফলে নির্বাচন ঘিরে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে।’

 

সুবিধাভোগীদের সমালোচনা তিনি অভিযোগ করে বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ-সুবিধা উপভোগ করছেন, তারা ক্ষমতার এই সুবিধা ছাড়তে চাইছেন না। তাই মানুষ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছে।’

 

প্রার্থিতা প্রসঙ্গে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন বা স্বতন্ত্র প্রার্থিতা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘দলের নেতাকর্মীদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তারাই আমার ভবিষ্যৎ রাজনীতির পথ ঠিক করে দেবেন।’

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন