রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোকাবহ পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আজকের (মঙ্গলবার, ২২ জুলাই) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২২শে জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত জাতীয় শোক দিবস পালনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করতেই এই সিদ্ধান্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র আজকের জন্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এই স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার্থে জানিয়ে দেওয়া হবে। তবে, পূর্বঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বিগ্ন না হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ডিবিসি/জেআরওয়াই