রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে এক হতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রীয়াজ।
বুধবার (৭ই মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয়; এটা নিয়ে সবাইকে কাজ করতে হবে।
এসময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবে তার দল।
ডিবিসি/রাসেল